চরফ্যাশনে নারীকে যৌণ হয়রানীর অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে নারীকে যৌণ হয়রানীর অভিযোগ
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০


চরফ্যাশনে যুবকের বিরুদ্ধে যৌণ হয়রানীর অভিযোগ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥


ভোলার চরফ্যাশন উপজেলায় তিন সন্তানের জনক কর্তৃক সদ্য বিধবা দুই সন্তানের জননীকে যৌণ হয়রানী করার অভিযোগ উঠেছে। বৃহম্পতিবার (২৪ ডিসেম্বর) উপজেলার শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদ্য বিধবা ওই নারী অভিযোগ করে বলেন, একই এলাকার মোজাম্মেল মিঝির ছেলে মোসলেহ উদ্দিন মুসা তাকে দীর্ঘ দিন ধওে মুঠোফোনে ফোন দিয়ে বিভিন্ন ভাবে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য এবং সরাসরি ওই নারীর বাড়িতে গিয়েও কুপ্রস্তাব দিচ্ছে। ওই নারী আরও বলেন, আমার স্বামী করোনা কালীন সময়ে অসুস্থ হয়ে মারা গেলে কিছু দিন পর থেকেই মুসা আমার মোবাইল ফোনে কল দিয়ে বিয়ের প্রস্তাবসহ অশালীন কথাবার্তা বলে আসছে। হঠাৎ আমার বাসায় উপস্থিত হয়। আমি রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। মুসা এসে আমার মুখে হাত দিয়ে গাল টেনে দিয়ে আমাকে জড়িয়ে ধরে এবং খারাপ কথাবার্তা বলে। এসময় আমি ডাক চিৎকার দিলে সে কৌশলে পালিয়ে যায়। এছাড়াও আমি আমার বাপের বাড়িতে গেলে তখনো সে আমাকে ফোন দিয়ে বিরক্ত করে আসছে। এমন পরিস্থিতিতে বিষয়টি আমার পরিবার ও স্বজনদের জানাই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও লম্পট মুসার কুকর্মেও কোনো বিচার পাইনি। টাকার অভাবে থানায় অভিযোগও করতে পারিনি।
সদ্য বিধবা নারীকে যৌন হেনস্থার বিষয়টি অস্বীকার করে মুসা জানান, ওই নারী আমার দুরসম্পর্কের ভাবি হয়। আমি তার দেবর হিসেবে তার বাড়িতে গেলে রান্না ঘরে গিয়ে কি রান্না হচ্ছিলো ভাবিকে জিজ্ঞেস করি। এবং দুষ্টমি করে ভাবির মুখে হাত দিয়ে গাল টেনে দেই।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ  রফিকুল ইসলাম বলেন, যৌন হয়রানির শিকার ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৪৪ ● ৩৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ