গোপালগঞ্জে বাস মালিক সমিতির দু’গ্রুপে চরম উত্তেজনা

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে বাস মালিক সমিতির দু’গ্রুপে চরম উত্তেজনা
বুধবার ● ২৩ ডিসেম্বর ২০২০


গোপালগঞ্জে বাস মালিক সমিতির দু’গ্রুপে চরম উত্তেজনা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে বাস মালিক সমিতির নির্বাচনকে সামনে রেখে একতরফা ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদ করাকে কেন্দ্র করে সমিতির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।
সম্প্রতি কার্যকরি সভাপতি জাফর হোসেন কালুর নেতৃত্বে একটি গ্রুপ মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করে অপর পক্ষ। এতে দ্বন্দ্ব চরম আকারে রূপ নেয়। দ’ুপক্ষ এখন মুখোমুখি অবস্থান করছে। চলছে টান টান উত্তেজনা।
এদিকে ১৯ ডিসেম্বর বাস মালিক সমিতির সাধরন সম্পাদক শেখ মুশফিকুর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ সংঘাত এড়াতে ও বিষয়টি  সমাধানের লক্ষ্যে দ্রুত হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছে।
গোপালগঞ্জ বাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক বুলবুল হাসান বুলু জানান, বাস মালিক  সমিতির সভাপতি জুলিয়াস খান ঠাকুর অজ্ঞাত কারনে দীর্ঘদিন বিদেশ অবস্থান করায় সমিতি পরিচালনায় কিছু জটিলতার সৃষ্টি হয়। তার অবর্তমানে রুটিং কাজ চালাচ্ছিলেন সমিতির কার্যকরি সভাপতি জাফর হোসেন কালু। গঠনতন্ত্র অনুযায়ি সমিতির সভাপতি পদে কাউকে পূর্নাঙ্গ দায়িত্ব দিতে হলে এ বিষয়ে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহন এবং পরবর্তীতে তা সাধারন সভায় অনুমোদন নিতে হয়।
বাস মালিক সমিতির সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন বলেন, কার্যকরি সভাপতি ক্ষমতার অপব্যবহার করে কেউকে না জানিয়ে একতরফাভাবে ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদের কাজ করছেন। যা পুরোপুরি সমিতির গঠনতন্ত্র পরিপন্থি। এজন্য সকল পক্ষকে নিয়ে একটি যাচাই-বাছাই কমিটি করার কথা সমিতির গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, কার্যকরি সভাপতি জাফর হোসেন তার লোকজন নিয়ে সম্প্রতি সমিতির অফিসে তালা ঝুলিয়ে দেন। এছাড়া তিনি অবৈধভাবে তার মনগড়াা একটি ভোটার তালিকা প্রস্তুত করে দ্রুত নামমাত্র একটি নির্বাচনের দিকে এগুচ্ছেন। যা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থি।এতে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত বাড়ছে। উত্তেজনা চলছে। এব্যাপারে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংক্ষা রয়েছে।
বাস মালিক সমিতির কার্যকরি সভাপতি জাফর হোসেন কালু বলেন, আগামীকাল বৃহস্পতিবার (আজ) বিকেল ৩টায় সমিতির সাধারন সভা আহবান করা হয়েছে। একটি সুন্দর ও সুষ্টু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ি সাধারন মালিকদের মধ্য থেকে একটি আহবায়ক কমিটি করা হবে।ওই কমিটি আগামী ৬০দিনের মধ্যে একটি নির্বাচন করবে।আমি ক্ষমতা কুক্ষিগত করতে চাই না।সমিতির অফিস তালা দেয়ার ঘটনা সত্য নয়। অফিস সময় শেষে কেবল অফিস বন্ধ রাখা হয়।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪৮ ● ৩৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ