গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বুধবার ● ২৩ ডিসেম্বর ২০২০


গলাচিপায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বছরের শেষ প্রান্তে পটুয়াখালীর গলাচিপা উপজেলা মাসিক আইসৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় অডিটরিয়ামে  হল রুমে নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ( ৩) আসনের সংসদ সদস্য এস,এম, শাহাজাদা (এমপি),  বিশেষ অতিথি হিসেবে ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মু. শাহীন শাহ্ ও  উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অধ্যাপক সন্তষ কুমার  দে। সভায় আলোচনায় বিভিন্ন দিক ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সংরক্ষণ, গলাচিপা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সন্তেষ কুমার দে এর উপর প্রাণশের হুমকি, অবৈধ ইট ভাটায় পরিবেশ ধ্বংস, সহরে অবাদে ট্টলি চালিয়ে রাস্তাঘাট ধ্বংস, চরাঞ্চলের সিমানা নিয়ে বিরোধ নিরশন, হিজরা বা তৃতীয় লিঙ্গের অস্থিতিশীল কর্মকাণ্ড এবং তাদের ভূমি বাসস্থান , বিভিন্ন মাদক বিরোধী অভিযান সহ করোনা কালিন বিষয়ে সচেতেনতায় সার্ভীক বিষয় গুলো গুরুত্ব ভাবে আলোচনায় উপস্থাপন করা হয়।
এসময়ে প্রধান অতিথি এসএম শাহাজাদা (এমপি) সার্ভীক আইনশৃঙ্খলা মানউন্নত জনসাধারণে জান মাল রক্ষায় আরো অগ্রণী ভূমিকা রাখার আহবান এবং নতুন ২০২১ বছরের আগামা শুভেচ্ছা  জানান। পাশাপাশি বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্ সভায় বলেন,আসছে নির্বাচনী সময়ে সকল জনপ্রতিনিধি সহ সকলকেই  আইসৃঙ্খলা সুশৃঙ্খল রাখার আহবান সহ সকল বিষয়ে সহযোগীতা করার আশ্বাস করেন উপজেলাবাসীকে আগাম নতুন ২০২১ সালের শুভেচ্ছা জানান।এসময়ে আরো উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মোল্লা, সহকারী কমিশানর ( ভূমী) মোঃ নজরুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ওসি মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সরকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুল ইসলাম, ১২টি ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান, সকল সরকারী দপ্তরের কর্মকর্তা সহ গলাচিপা প্রেস ক্লাবেরএক অংশ সভাপতি খালিদ হোসেন মিল্টন ও আরেক অংশের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক্সন মিডিয়ার গণমাধ্যম বৃন্দ।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৭:০৩ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ