গলাচিপায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০২০


গলাচিপায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন অভিযোজন, দারিদ্র বিমোচন ও জীব-বৈচিত্র্য সংরক্ষণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইসিবিএএআর প্রোগ্রাম প্রকল্পের কর্মসূচীর আওতায় গলাচিপা উপজেলার ৪টি ঝুঁকি পূর্ণ ইউনিয়নের সিএমসি সদস্য জনপ্রতিনিধি, কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের কর্মকর্তা ও সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ২১-২২ ডিসেম্বর/২০ দুই দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।প্রশিক্ষণে “বাংলাদেশ উপকূলীয় বনায়ন ও পুন:বনায়নে কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মসূচী” আবহাওয়া, জলবায়ু পরিবর্তন এর কারণ এবং ফলাফল, পরিবেশ ভিত্তিক জলবায়ু পরিবর্তনের প্রশমনে উপকূলীয় বন এবং গ্রীণবেল্ট-র ভূমিকা, উপকূলীয় জীববৈচিত্র্য ও সহ-ব্যবস্থাপনা কমিটির আয় বিধায়ক তহবিল পরিচালনা সহ বিভিন্ন জলবায়ু ও জীবন জীবিকা বিষয়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত ভাবে প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক ড. মো. আব্দুর রব মোল্লা, অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের ও অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
এছাড়া সংস্থার প্রজেক্ট সমন্বয়কারী মো. আ. মান্নান, গলাচিপা উপজেলা মো. আবুল হাশেম। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মো. এ আর এম সাইফুল্লাহ, সিনিয়র মৎস্য অফিসার অপু সাহা, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম।গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।  প্রশিক্ষণের আর্থিক সহযোগিতায় ইউএনডিপি বাংলাদেশ, বাস্তবায়নে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)। এই প্রকল্পটি সমুদ্র উপকূলীয় গলাচিপা উপজেলায় অতি দরিদ্র, বিপদাপন্ন মানুষের জীবন জীবিকা নিয়ে প্রকল্পের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে যা ভবিৎষতে উপকূলীয় এলাকায় সাফল্য বয়ে নিয়ে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫২:৩১ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ