চরফ্যাশনে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ বিক্ষোভ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ বিক্ষোভ
সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০


চরফ্যাশনে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥


চরফ্যাশন উপজেলায় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জ্যাকব টাওয়ার ফ্যাশন স্কয়ার হয়ে সদর রোডে মানবন্ধন করা হয়। সংক্ষিপ্ত সভার পূর্বে জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে শুরু করেন। ওই সময় উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, আবুল হাসেম, মোল্লা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আবুল হাসেম উপস্থিত থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন।
বক্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অঙিকার ব্যক্ত কওে বলেন, বিশে^র মধ্যে পাকিস্তানে আল্লামা ইকবালের ভাস্কর্য রয়েছে। তুরস্কে, ইরাণ, মালশিয়া ও ইরাকে ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে যারা স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য যারা ভাংচুর করেছে তারা দেশ ও রাস্ট্রদ্রোহী। তাদের প্রতিহত করার জন্যে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৩:১২ ● ৩৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ