কুয়াকাটা পৌর নির্বাচন- প্রচারণায় নেমেছে ধানের শীষ

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা পৌর নির্বাচন- প্রচারণায় নেমেছে ধানের শীষ
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০


প্রচারণায় নেমেছে ধানের শীষ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। জমে উঠতে শুরু করেছে কুয়াকাটা পৌর নির্বাচনী প্রচার-প্রচারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আঃ আজিজ মুসুল্লীর পক্ষে শনিবার (১২ নভেম্বর) বিকালে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী অফিসে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন বাবুল ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.হাফিজুর রহমান চুন্নু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে। হামলা চালিয়ে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের নিষ্ক্রিয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারপরও বিএনপি’র কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে সক্রিয় থাকলে বিজয় নিশ্চয়ই আসবে। তিনি কুয়াকাটা পৌর নির্বাচনে ধানে শীষ প্রতীকের বিরোধীতাকারীদের হুশিয়ারী দিয়ে বলেন, ‘যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করবে তাদের আগামীতে বিএনপিতে কোন স্থান পাবে না। ধানের শীষকে বিজয়ী করতে দলীয় মতবেদ ভুলে গিয়ে একত্রে কাজ করার আহবান জানান তিনি।’

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফারুক, মুছা তাওহীদ নান্নু মুন্সী, শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা যুবদল সভাপতি গাজী আক্কাস, লতাচাপলী ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার সহ কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর এলাকার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে কুয়াকাটা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। বর্তমানে কুয়াকাটা নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ০৮ জন প্রতিদ্বন্ধিতা করবেন বলে উপজেলা নির্বাচনী অফিস নিশ্চিত করেছেন।

কেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৫:০৫ ● ৪০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ