কলাপাড়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তাদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তাদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০


কলাপাড়ায়  সরকারি-বেসরকারি কর্মকর্তাদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান- স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি সকল কর্মকর্তা-কর্মচারীসহ পেশাজীবী নেতৃবৃন্দ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহীনা পারভিন সীমা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি সোহরাব হোসেন, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান, মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান, সরকারি এমবি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল আলম, নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাছির উদ্দিন, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম প্রমুখ। বক্তারা জাতির পিতার ছবি ভাঙ্গার মতো ধৃষ্টতা দেখানো সন্ত্রাসীরা গোটা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন। জড়িত মৌলবাদী গোষ্ঠীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। সবাইকে দেশের উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হাতকে সবল রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৪ ● ২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ