কুয়াকাটা পৌর নির্বাচন প্রতীক বরাদ্ধ

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা পৌর নির্বাচন প্রতীক বরাদ্ধ
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০


কুয়াকাটা পৌর নির্বাচন প্রতীক বরাদ্ধ

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকালে জেলা সার্ভার ষ্টেশনে ৪জন মেয়রসহ ৩১জন কাউন্সিলর ও সংরক্ষিত  ৮নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা জানান, ৪মেয়র প্রার্থীর মধ্যে আবদুল বারেক মোল্লা (আওয়ামীলীগ) নৌকা, আবদুল আজিজ মুসুল্লী (বিএনপি) ধানেরশীষ, নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন) হাতপাখা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদারকে জগ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
১০ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ কুয়াকাটা পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
২০১০ সালের ১৯ সেপ্টেম্বর পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে পৌরসভায় উন্নীত হয়। ২০১৫ সালের  ৩১ ডিসেম্বর কুয়াকাটা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:১৪ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ