রাঙ্গাবালীতে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় সভা

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় সভা
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০


রাঙ্গাবালীতে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥


প্রকৃতি ও জীববৈচিত্র্য সুরক্ষায় করণীয় বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে আইইউসিএন-এর উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
‘পাইলটিং মেরিন প্লানিং (এমএসপি) ইন দ্যা নিঝুম দ্বীপ মেরিন রিসার্ভ (এমআর)’ শীর্ষক এই সভায় দিকনির্দেশনা মূলক আলোচনা ও সঞ্চালনা করেন আইইউসিএন-এর প্রোগ্রাম কো-অডিনেটর ড. খালিদ হোসাইন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বরিশাল মৎস্য বিভাগের ডেপুটি ডায়েরেক্টর আনিসুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির মুখে। তাই এ অঞ্চলে পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়ন হলে স্থায়ীভাবে উপকৃত হবে এখানকার মানুষ। সুরক্ষিত হবে প্রকৃতি ও জীববৈচিত্র্য।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৬ ● ৩০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ