পিরোজপুর মুক্ত দিবস পালিত

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুর মুক্ত দিবস পালিত
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০


পিরোজপুর মুক্ত দিবস পালিত

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পিরোজপুর মুক্ত দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে শহরের ভাগিরথী চত্ত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এর সভপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার।
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদারদের কাছ থেকে মুক্ত হয় পিরোজপুর।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৯:৩৩ ● ২৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ