গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যেই মুহূর্তে বাংলার পথে প্রান্তরে এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করছে তাঁর ভাস্কর্য প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেই মুহূর্তে বাংলাদেশ সারা পৃথিবীতে মডেল রাষ্ট্র হিসেবে নিজেদেরকে উপস্থাপিত করেছে ঠিক সেই মুহূর্তে বাংলার মানুষ তথা সারা বিশে^র মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ৭১’র পরাজিত শক্তি ঐ মার্কিন সা¤্রাজ্যবাদের দোষররা আজকে আবার তৎপরতা চালাচ্ছে। যারা জাতির পিতার ভাস্কর্যের প্রতি আঘাত হেনেছে তাদের ক্ষমা নেই। তাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। এদের রক্ষা নেই। এরা ৭১’র ঘাতক, ৭৫’র ঘাতক। এদেরকে আর সামনের দিকে এগুতে দেয়া হবে না। আমাদের জীবন থাকতে এদের ছাড় দিবো না।’
পটুয়াখালীর গলাচিপায় রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধরণের উদ্দেশ্যে জঙ্গি বিরোধী মিছিল শেষে এসব কথা বললেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগের কান্ডারী হাজী মু. মজিবর রহমান।
এসময় তিনি আরও বলেন, ধর্মান্ধ, সাম্প্রদায়িক, দালাল গোষ্ঠিকে দমন করতে দেশবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন করবো। রাজনৈতিক মোল্লারা ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধী ধর্মান্ধদের স্থান হবে না। জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে, তাদের প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না। জাতির পিতা বঙ্গবন্ধুর অপর নাম বাংলাদেশ। যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেন না, তারা পাকিস্তানে চলে যান। বাংলাদেশের মাটিতে তাদের স্থান হবে না। এখন আর বসে থাকা নয়, এবার প্রতিরোধ গড়ে তোলা হবে।
এর আগে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জঙ্গি বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহম্মেদ আসিফ প্রমুখ।
এসডি/এমআর