কলাপাড়ায় মামলা প্রত্যাহারে মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকির অভিযোগ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মামলা প্রত্যাহারে মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকির অভিযোগ
রবিবার ● ৬ ডিসেম্বর ২০২০


কলাপাড়ায় মুক্তিযোদ্ধাকে জখমের মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


দশ লাখ টাকা চাঁদার জন্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম হাওলাদারকে তাঁর ইটভাটির অফিস থেকে বের করে প্রকাশ্যে সশস্ত্র হামলাসহ পিটিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য এবার তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের জীবন নাশের হুমকি দেয়া হয়েছে। বর্তমানে মুক্তিযোদ্ধা পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। শঙ্কাগ্রস্ত পরিবারটি এ মামলার বাকি আসামি গ্রেফতারের দাবি করেছেন। এছাড়া হুমকিদাতা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি করেছেন।
মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে শনিবার কলাপাড়ায় পৃথক পৃথক দু’টি সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ছগির হোসাইন। তিনি বলেন, তার ফুফা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম হাওলাদারকে দশ লাখ টাকা চাঁদার দাবিতে ২৯ নবেম্বর সন্ধ্যায় টিয়াখালীর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমুর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী শারীরিকভাবে মারপিট করে হাত-পা ভেঙ্গে দেয়। এ ঘটনায় আমার ফুফু আকলিমা বেগম ৩০ নবেম্বর কলাপাড়া থানায় মশিউর রহমান শিমু ও তার স্ত্রী খাদিজা আক্তার এলিজাসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ ওই রাতে সৈয়দ শিমু, তার স্ত্রীসহ পাঁচজনকে গ্রেফতার করে। বর্তমানে তারা সবাই জেল হাজতে রয়েছেন। এর জের ধরে শিমু বাহিনীর পালিত আবির, রাসেলসহ অন্যান্য ২০-২৫ সন্ত্রাসী বাড়িতে গিয়ে প্রতিনিয়ত মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদারের পরিবারের অন্যান্য সদস্যসহ পড়শি গ্রামবাসী উপস্থিত ছিলেন। বর্তমানে তারা আত্মীয়-স্বজনসহ সবাই নিরাপত্তাহীন রয়েছেন। নিরাপত্তা দাবি করেছেন। কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বাকি আসামিরা পলাতক রয়েছে। আর হুমকি-ধমকি দেয়ার বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই পরিবারের সকলের নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৭ ● ৩২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ