গলাচিপায় এইচএলপির প্রাতিষ্ঠানিকিকরণ কর্মশালা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় এইচএলপির প্রাতিষ্ঠানিকিকরণ কর্মশালা
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০


গলাচিপায় এইচএলপির প্রাতিষ্ঠানিকিকরণ কর্মশালা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে পারস্পরিক শিখণ কর্মসূচি প্রাতিষ্ঠানিক প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক ভালো শিখুন চিহ্নিতকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুইস এজেন্সির সহযোগিতায় বৃহস্পতিবার (৩ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে দিনব্যাপী কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মো. মন্নান মিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. দুলাল চৌধুরী, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, বকুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আবু জাফর খান, রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মো. গোলাম মস্তফা খান, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি, আমখোলা ইউপি চেয়ারম্যান মো. মনির মৃধা, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো. খালিদুল ইসলাম স্বপন, চরকাজল ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা, চরবিশ^াস ইউপি চেয়ারম্যান মো. বাবুল মুন্সি, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ।
উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনায় উপজেলা ভিত্তিক ভালো শিখন চিহ্নিতকরণের বিভিন্ন দিক তুলে ধরে ব্যাপক আলোচনা ও বিষয়াদি চিহ্নিতকরণ করা হয়। বক্তারা, এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এবং এনআইএলজির সহায়তায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ভালো শিখন গুলো চিহ্নিত ও বিশ্লেষণ করে সংশ্লিষ্ট আইন, বিধি, পরিপত্র ও নীতিমালা প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছেন। এ ছাড়াও স্থানীয় জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটানোর কাজে সহযোগিতা করছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৪ ● ২৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ