ইন্দুরকানীতে স্কুলের সম্পত্তি জবর দখলের অভিযোগ

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে স্কুলের সম্পত্তি জবর দখলের অভিযোগ
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০


ইন্দুরকানীতে স্কুলের সম্পত্তি জবর দখলের অভিযোগ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুরকানীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি জবর দখলের অভিযোগ করা হয়েছে। উপজেলার ১৬ নং পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের তৎকালীন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বর্তমান পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিদ্যালয়ের একখন্ড জমি মাসিক এক হাজার পাঁচশত টাকা ভাড়ার চুক্তিতে পত্তাশী গ্রামের মো: শহিদুল ইসলাম শেখ, গোলাম মোস্তফা ও হারুন শেখ নেন। চুক্তির শর্তানুযায়ী ২০১৭ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হলেও অদ্যাবধি ভাড়াটিয়াগন ওই জমি অবৈধ ভাবে ভোগ দখলে রয়েছে। চুক্তির ১৩টি শর্তের প্রায় সকল শর্ত ভঙ্গ করেছে ভাড়াটিয়াগন। এমনকি তারা নতুন কোন চুক্তিও করেন নাই। চুক্তির ৩ নং শর্তানুযায়ী এককালীন ভাড়া বাবদ ৯০ হাজার টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা তা করেননি। তাছাড়াও তৎকালীন স্কুলের হিসাবের নথিপত্রে উক্ত টাকার কোন হিসাব পাওয়া যায় নাই বলে অভিযোগ সূত্রে জানা যায়। চুক্তির ১০নং শর্তে অন্যের কাছে জমি ভাড়া না দেয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু ভাড়াটিয়াগন সে শর্ত ভঙ্গ করে জমিতে দোকান তৈরী করে অন্যের কাছে ভাড়া দিয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ নোটিশ প্রদান করলেও ভাড়াটিয়াগন তা আমলে নেন নাই।
১৬ নং পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধ দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। ভাড়ার টাকার কোন হিসাব বিদ্যালয়ের নথিপত্রে পাওয়া যায় নাই। বিদ্যালয়ের জমি উদ্ধারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযোগের বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমান পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি আমি একটু বুঝে আপনাদেরকে অবগত করবো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৬ ● ২৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ