কাউখালীতে মাস্ক না পরায় ৩৭জনকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মাস্ক না পরায় ৩৭জনকে জরিমানা
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০


কাউখালীতে মাস্ক না পরায় ৩৭জনকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে।
মাস্ক ব্যবহার না করার দায়ে ৩৭ জনকে ২হাজার ৭’শত টাকা জরিমানা করেছে দুইটি  ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা।
বুধবার (২০নভেম্বর) সকালে কাউখালী বন্দরের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা  ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাস্ক না পড়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১হাজার ৬’শত জরিমানা করেন।
অপরদিকে বাশুরী, চৌ-রাস্তা এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ জনকে ১হাজার ১’শত টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারি কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:৪৭ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ