নেছারাবাদে পুলিশের নো মাস্ক, নো মুভমেন্ট

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে পুলিশের নো মাস্ক, নো মুভমেন্ট
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০


নেছারাবাদে পুলিশের নো মাস্ক, নো মুভমেন্ট

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে “নো মাস্ক, নো মুভমেন্ট ”এ শ্লোগান নিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারনকে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।
এ উপলক্ষে বুধবার (২-ডিসেম্বর) পুলিশ  প্রশাসনের উদ্যোগে থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা কম্পাউন্ডে শেষ হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার বিষয়ে সচেতনতা, স্বাস্থ্য বিধি মেনে চলা, মাস্ক ছাড়া চলাফেরা না করতে মাইকিং করা হয় এবং মাস্ক না পরে ঘোরাফেরা করা পথচারীদের মাস্ক পরিয়ে দেয়া হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্য (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, কোভিড ১৯ সংক্রমন প্রতিরোধে জনগনকে সচেতন করতে এ কার্যক্রম এবং ঘরের বাহিরে বের হলেই মাস্ক পড়া বাধ্যতামূলক।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৫৬ ● ৪৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ