কাউখালীতে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন
বুধবার ● ২ ডিসেম্বর ২০২০


কাউখালীতে গৃহহীন পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আবাসন এবং কাউখালী সদর ইউনিয়নের  বিড়ালজুড়ি এলাকায় ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. সাইফুল ইসলাম. কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন.আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা জানান, উপজেলাব্যাপী ৫০টি ঘর করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভুমহীন ও গৃহহীনদের জন্য প্রথম ধাপে  ‘ক’ শ্রেণীর অর্থাৎ ভুমিহীন ও গৃহহীন পরিবারেকে পুর্নবাসন করারজন্য এই ৫০টি ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে সরকারি জায়গার ওপর।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩১:৩৪ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ