রাঙ্গাবালীতে বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে বিনামূল্যে সার-বীজ বিতরণ
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০২০


রাঙ্গাবালীতে বিনামূল্যে সার-বীজ বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলতায়ন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে  ২০২০-২১ অর্থবছরে কৃষি পুনর্বাসনের আওতায় ১৮০০ জন  এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ২৯১৫জন কৃষককে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মশুর, খেশারী, টমেটো, মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হবে। তাই উপজেলা বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫জন কৃষক বিনামূল্যে বীজ-সার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ  চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও রাঙ্গাবালীর সদর ইউপি চেয়ারম্যান   সাইদুজ্জামান মামুন খাঁন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী প্রোগ্রামার  মোঃ মাসুদ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রিপন খন্দকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও  উপজেলা মৎস কর্মকর্তা আনয়োরুল হক বাবুল প্রমুখ।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৫ ● ২৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ