কে হচ্ছেন নৌকার মাঝি? কুয়াকাটা পৌরসভায় আজ তৃণমূলে ভোট
প্রথম পাতা »
কুয়াকাটা »
কে হচ্ছেন নৌকার মাঝি? কুয়াকাটা পৌরসভায় আজ তৃণমূলে ভোট
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২০
কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কুয়াকাটা পৌরসভায় নির্বাচনী তফসিল ঘোষণার একদিন বাদেই আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত (ভোট) নেওয়া হচ্ছে। ঘোষণা দিয়ে মাঠে থাকা আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী ও তাদের বিশ্বস্ত কর্মীরা ডেলিগেট ভোটারদের ম্যানেজে মাঠে সক্রিয় রয়েছে। মোটা অংকের টাকার প্রলোভন ও হুমকি ধমকিসহ নানা উপায়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে পরস্পরের বিরুদ্ধে সম্ভাব্য দলীয় মেয়র প্রার্থীদের। সর্বত্র বইছে নির্বাচনী উত্তাপ। সবার দৃষ্টি এখন কে হচ্ছে নৌকার মাঝী। ২২ নভেম্বর নির্বাচন কমিশেনের ঘোষিত তফসিল অনুযায়ী কুয়াকাটা পৌরসভার সাধারণ নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আট হাজার একশ’ ১১ জন ভোটার অধ্যুষিত কুয়াকাটা পৌরসভার এটি দ্বিতীয় নির্বাচন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগে রয়েছে এ যাবৎ প্রায় আধা ডজন সম্ভাব্য মেয়র প্রার্থী। ২০১০ সালের সেপ্টেম্বরে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটাসহ কয়েকটি গ্রামকে শহর এলাকায় উন্নীত করে বর্তমান সরকার। একই বছরের ডিসেম্বরে কুয়াকাটাকে পৌরসভা ঘোষণা করা হয়। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর এ পৌরসভার প্রথম নির্বাচনের পর এটি দ্বিতীয় নির্বাচন। এদিকে, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী সাগরকন্যাকে জানিয়েছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাছাইয়ে আজ (মঙ্গলবার) কুয়াকাটায় পৌর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের কাছ থেকে গোপন মতামত গ্রহণ করা হবে। বর্তমান মেয়র কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা এবছরও নির্বাচনি লড়াইয়ে থাকছেন। এছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো তৃণমূলের মনোনয়ন প্রাপ্তিতে দৌড়ঝাপের পাশাপাশি ঢাকা থেকে দলীয় মনোনয়ন পেতে সক্রিয় রয়েছেন। মনোনয়নের লড়াইয়ে আছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মনির আহম্মেদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার ও অনন্ত মুখার্জী, সহ-সভাপতি গাজী মো. ইউসুফ। বিএনপিতে রয়েছেন একক প্রার্থী আব্দুল আজিজ মুসল্লী। ইসলামি আন্দোলনের একক প্রার্থী হিসেবে হাজী নুরুল ইসলাম হাওলাদারের নাম শোনা যাচ্ছে। এছাড়াও মাঠে সক্রিয় রয়েছেন সম্ভাব্য স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদানকারী আনোয়ার হোসেন হাওলাদার। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ সাগরকন্যাকে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কুয়াকাটা পৌরসভার সাধারণ নির্বাচনকে ঘিরে সাগরপাড়ের এই জনপদে বইছে ব্যাপক নির্বাচনী উত্তাপ। কে হবেন নৌকারি প্রার্থী এবং ২৮ ডিসেম্বর কে হচ্ছেন নির্বাচিত পরবর্তী মেয়র, কুয়াকাটা পৌরবাসী এমনটির অপেক্ষায় রয়েছেন।
এনইউবি/এমআর
বাংলাদেশ সময়: ১০:৪০:২৫ ●
৬০৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)