শেখ হাসিনাকে কম্বোডিয়া ও পোল্যান্ডের প্রধানমন্ত্রীদের অভিনন্দন

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনাকে কম্বোডিয়া ও পোল্যান্ডের প্রধানমন্ত্রীদের অভিনন্দন
বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
চতুর্থবারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কম্বোডিয়া ও পোল্যান্ডের প্রধানমন্ত্রীরা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি তাদের সরকারের তরফ থেকে বাংলাদেশের সরকারপ্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। ভোটের ফল আসার পর থেকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
এদিকে, চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতারা। গত মঙ্গলবার রাতে গণভবনে তারা প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংগঠনগুলোর মধ্যে রয়েছে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), অ্যাসোসিয়েশন অব উইমেন অন্ট্রাপ্রিনিয়ার ও বাংলাদেশ শিল্পী ঐক্যজোট। এর পাশাপাশি সামসুদ্দিন আহমেদ মেমোরিয়াল সংসদের নেতারাও শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী, কাজী নাবিল আহমেদ, এম আবদুল লতিফ এবং শামসুল হক এ সময় উপস্থিত ছিলেন। ওলামা লীগের সভাপতি মাওলানা আল আহাদ আলী সরকার, জার্মানি আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সবু, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফজিলাতুন্নেছা ইন্দিরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫৫ ● ৮৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ