ফুলবাড়ীতে ৫ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে ৫ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০


ফুলবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পৌর শহরের বিভিন্ন সার, বীজের দোকান এবং হোটেলে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ইসলাম ট্রেডার্সে ২ বছর চার মাস আগেই মেয়াদ শেষ হওয়া বোরনের প্যাকেটের গায়ের তথ্য কৌশলে মুছে ফেলে বিক্রয় করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ৫০,০০০/- জরিমানাসহ চারটি প্রতিষ্ঠানে মোট ৭৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন, দিনাজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। তিনি বলেন, জনস্বার্থে মনিটরিং কার্যক্রম অব্যহত থাকবে।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২১:৪৪ ● ৩১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ