দুমকিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঘর পাচ্ছে ৩শ’ পরিবার

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঘর পাচ্ছে ৩শ’ পরিবার
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০


দুমকিতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঘর পাচ্ছে ৩শ’ পরিবার

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

ভিটি আছে, ঘর নেই প্রকল্পের আওতায় পটুয়াখালীর দুমকিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত আধাপাকা ঘর পাচ্ছে ৩শ’ গৃহহীন পরিবার। বরাদ্দকৃত তালিকার প্রথম দিকের অর্ধশতাধিক ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। বাকী ঘরগুলোর নির্মাণ সামগ্রী পাঠানো হচ্ছে এবং পর্যায়ক্রমে নির্মাণ কাজ সম্পন্ন হলে তা সুবিধাভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জলিশা গ্রামের স্বামী পরিত্যক্তা অসহায় গৃহহীন মোসা: লুৎফুননেছা বেগমের নামে বরাদ্দকৃত নির্মাণাধীণ ভবনের উদ্বোধণের মধ্যে দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-ইমরান, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাসুদ আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, আংগারিয়া ইউপি চেয়ারম্যান মো: সুলতান আহম্মেদ হাওলাদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাব, দুমকির সভাপতি অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, বিশ^বিদ্যালয় ছাত্র প্রতিনিধি নাঈম হোসেন, চেয়ারম্যানদের পক্ষে আমিনুল ইসলাম সালাম, উপজেলা আ’লীগের প্রতিনিধি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ প্রতিনিধি মাসুদ আল মামুন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান জানান, চুড়ান্ত তালিকা ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্নের পর সুবিধাভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, প্রকল্প-২ এর আওতায় ভিটি আছে, ঘর নেই প্রকল্পের প্রথম ধাপে এ উপজেলায় ৩শ’ অসচ্ছল গৃহহীণ পরিবারকে সরকারি বরাদ্দের পাকা ঘর প্রদান করা হবে। ইতোমধ্যে চুড়ান্ত তালিকা থেকে পর্যায়ক্রমে ক্রমানুসারে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা টিন শেডের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লাখ ৭১হাজার টাকা।

এমআর

বাংলাদেশ সময়: ২০:২৭:৪০ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ