তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে অবৈধ জাল আটক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে অবৈধ জাল আটক
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২০


তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে অবৈধ জাল আটক

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ পাই জাল ও কারেন্ট জাল আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ স্লইজঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: আসাদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় তার নেতৃত্বে কোস্টগার্ডে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বাসন ভাঙ্গারচর ও ৮নং চর সংলগ্ন মেঘনা থেকে ৩০ হাজার মিটার পাই জাল ও ৪০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল আটক করেন। পরে আটককৃতজাল শশীগঞ্জ স্লইজঘাট এলাকায় এনে দুপুর ১টায় আগুণে পুুড়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটনসহ কোস্টগার্ড সদস্যরা।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২১:১৪ ● ৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ