মঠবাড়িয়ায় জালিয়াতি করে স্কুলের জমি রেজিষ্ট্রি করল শিক্ষক !

প্রথম পাতা » পিরোজপুর » মঠবাড়িয়ায় জালিয়াতি করে স্কুলের জমি রেজিষ্ট্রি করল শিক্ষক !
সোমবার ● ১৬ নভেম্বর ২০২০


মঠবাড়িয়ায় জালিয়াতির আশ্রয়ে স্কুলের জমি রেজিষ্ট্রি করে নেয়ার অভিযোগ !

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়ার সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোয়াটার্স ভাড়া নিয়ে জালিয়াতির মাধ্যমে সাবেক শিক্ষক এড. ফজলুল হকের বিরুদ্ধে নিজ নামে জমি রেজিষ্ট্রি করে দখল ও প্রধান শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন সোমবার(১৬নভেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক লিখিত বক্তব্যে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল হক চাকুরীরত অবস্থায় ২০০৩ সালের ১লা জুলাই বিদ্যালয়ের কোয়াটার্স মাসিক পাঁচশত টাকা হারে ভাড়া নেন। পরে শারীরিক অসুস্থতার কারণে পাঠদানে অক্ষমতা দেখিয়ে অবসরের আবেদন করলে বিদ্যালয় কর্তৃপক্ষ বিধিমোতাবেক তাকে অব্যহতি প্রদান করেন। পরবর্তীতে তাকে বিদ্যালয়ের কোয়াটার্স খালি করার নোটিশ প্রদান করলে জনৈক স্মৃতির রানীকে ওই জমির মালিক দেখিয়ে তার কাছ থেকে শিক্ষক ফজলুল হক জমির রেজিষ্ট্রি নিয়ে মালিকানা দাবী করেন। এ নিয়ে শিক্ষক ফজলুল হকের সাথে প্রধান শিক্ষকের বিরোধের সৃষ্টি হলে তিনি প্রধান শিক্ষক ও নৈশ প্রহরীকে আসামী করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা সুলতানা, ইছাহাক আলী, তাফাজ্জল হোসেন, শুকুর জাহান, মাহমুদা আক্তার, গোপাল চন্দ্র দেবনাথ, রেশমা আক্তার ও মিজানুর রহমান প্রমুখ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০০:১২ ● ৩৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ