চরফ্যাশনে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
রবিবার ● ১৫ নভেম্বর ২০২০


চরফ্যাশনে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের শশীভূষণ বাজারে মাস্ক ব্যবহার না করার অপরাধে ২৮হাজার টাকা ও ২ ব্যবসায়ীর ৪৫হাজার টাকা সহ মোট ৭৩হাজার টাকা জরিমানা করা হয়েছেন ভ্র্যাম্যমান আদালতের নির্বহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমীন।
“নো মাস্ক নো সার্ভিস” সরকারের এই ঘোষণাকে উপেক্ষা করার অপরাধে উপজেলা শশীভূষণ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমান আদালত। রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এতে ১৪জন পথচারীর ২৮হাজার টাকা ও শশীভূষন বাজার ব্যবসায়ীর ডিলিং লাইসেন্স না করার অপরাধে দুই ব্যবসায়ীর ৪৫হাজার টাকাসহ মোট ৭৩হাজার টাকা অর্থ দ-ে দ-িত করেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীণ বলেন, শীতে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। তা মোকাবেলায় ও সাধারণ মানুষকে সচেতন করতে আমার প্রতিদিন ভ্র্যাম্যমান আদালত পরিচালনার অভিযান অব্যহত থাকবে। এদিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিপন বিশ^াস চরফ্যাশন পৌর শহরে অভিযান পরিচালনা করে রবিবার সকাল ১০টায় ৯জনের ১৮হাজার টাকা জরিমনা করা হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৩ ● ৩০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ