দুমকিতে পায়রা নদীর ভাংগন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে পায়রা নদীর ভাংগন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০


দুমকিতে পায়রা নদীর ভাংগন রোধে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর ভয়াবহ ভাংগন প্রতিরোধের দাবিতে বাহেরচর এলাকার ক্ষতিগ্রস্ত শত শত গৃহহীন অসহায় পরিবারের নারী-পুরুষ শিশুসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভাংগন কবলিত আংগারিয়া ইউনিয়নের বাহেরচরে পায়রা নদীর তীরে ভাংগনের মুখে দাড়িয়ে ১ঘন্টার মানবন্ধন কর্মসূচি পালন করে। এসময় আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সুলতান আহম্মেদ হাওলাদার, সাবেক ইউপি সদস্য মো: হুমায়ুন কবির সিকদার, আ: লতিফ মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রাজন, আ: বারেক গাজী প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা যতদ্রুত সম্ভব ভাংগন প্রতিরোধে বাহেরচর এলাকায় টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহনে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
উল্লেখ্য, পায়রা নদীর ভাংগনে ইতোমধ্যে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আংগারিয়া ও বাহেরচর গ্রামের দু’তৃতীয়াংশ এলাকার শত শত পরিবারের বাড়িঘর, গাছপালা, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। চলতি বছরের বর্ষা মৌসুমে বাহেরচরের অবশিষ্ট এলাকাও ক্রমাগত ভেঙ্গেই চলেছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৮ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ