গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণ কার্যক্রম শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণ কার্যক্রম শুরু
শনিবার ● ১৪ নভেম্বর ২০২০


গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণ কার্যক্রম শুরু

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সঙ্গে আন্তঃজেলা সীমানা নির্ধারণের কার্যক্রম শুরু করেছে প্রশাসন।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্পিড বোটযোগে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, চরবিশ^াস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মুন্সি, চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা, উপজেলা যুবলীগ নেতা মো. মামুন মিয়া।
শাহীন শাহ বলেন, আন্তঃজেলা সীমানা নির্ধারণের বিষয়টি অতি শীঘ্রই মিমাংসা করা হবে। যাতে আর কোন সংঘাত সৃষ্টি না হয়। আপনাদের একটু ধৈর্য্য ধারণ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩১ ● ৩৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ