কুয়াকাটায় উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন শীর্ষক কর্মশালা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন শীর্ষক কর্মশালা
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০


কুয়াকাটায় উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন শীর্ষক কর্মশালা

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উপকূলীয় অঞ্চলে স্থায়ীত্বশীল উন্নয়ন শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কুয়াকাটার হোটেল গ্রেভার ইন মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ কর্মশালার আয়োজন করে। বাপা’র সেক্রেটারি জেনারেল শরীফ জামিল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্স বাংলাদেশের ব্যবস্থাপক (গবেষণা ও বাস্তবায়ন) এসএম আরাফাত জুবায়ের, বাপা মোংলা শাখার সভাপতি নুরে আলম শেখ।
বক্তারা বলেন উপকূলীয় অঞ্চলের স্থায়ীত্বশীল অংশগ্রহণে জনপ্রতিনিধি ও জনগণের অংশ থাকা জরুরি প্রয়োজন। মানুষের জীবন-জীবীকার প্রয়োজনে জীব-বৈচিত্র রক্ষায় উন্নয়নে জনগণের অংশগ্রহণ জরুরি। সরকার জনমানবের উন্নয়নকে টেকসই করতে বাস্তব এবং জীবনমূখী যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে পরিবেশ প্রতিবেশ রক্ষায় অগ্রাধিকার দেয়ার দাবি জানান বক্তারা।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৭:৪০ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ