বাবুগঞ্জে জমির বিরোধ মামলার পরে ঘরে আগুন!

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে জমির বিরোধ মামলার পরে ঘরে আগুন!
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০


বাবুগঞ্জে জমির বিরোধ মামলার পরে ঘরে আগুন!

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মামলা দায়ের করে প্রতিপক্ষের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে উচ্ছেদে করার অভিযোগে পাওয়া গেছে।
বিগত রবিবার মধ্যরাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদশা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপাশা ইউনিয়নের খতিয়ানের ১৬৫ দাগের ৩২ শতাংশ জমি নিয়ে বেল্লাল সরদার সাথে একই এলাকার হাই সরদার সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ওই বিরোধ নিষ্পত্তিতে কিছুদিন আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের পরে সালিশ গণের সিদ্ধান্ত মোতাবেক জমিতে বেল্লাল সরদারকে একটি ঘর উত্তোলন করতে বলেন। কিন্তু সালিশ মোতাবেক ঘর উত্তোলন করতে গেলো হাই সরদার ও তার ছেলো  বাধা প্রদান করে। এই জমি নিয়ে আর আগে বেল্লাল সরদারকে  অনেক মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। বেল্লাল সরদার বলেন, রোববার রাত সাড়ে ১২টার পর আমি ও আমার স্ত্রী আগের মত খাওয়া দাওয়া করে পুরান ঘরে ঘুমাইয়া ছিলাম আমার স্ত্রী ঘুম থেকে সজাগ হলে পুরান ঘরে বাশের ছাপড়া আগুন জ¦লিতে দেখিয়া ডাক চিৎসকার দিয়ে বাহিরে বের হইলে লাইটের বাতিতে রিয়াজ সরদার, আই, ইমাম সরদারসহ আরো ১০ থেকে ১২ জন দৌড়াইয়া দেখেন। পরে বাড়ির লোকজন আগুন নিভায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৪৫ ● ৩৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ