কাউখালীতে মাস্ক না পরায় ছয়জনকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মাস্ক না পরায় ছয়জনকে জরিমানা
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০


কাউখালীতে মাস্ক না পরায় ছয়জনকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে দক্ষিন বাজার ও চিরাপাড়া ব্রীজ সংলগ্ন দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি। অভিযানে ৬ ব্যক্তিকে সাড়ে পাচঁশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাক্স না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল -জরিমানা করা হবে। এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২০:০৮ ● ৩৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ