গৌরনদীতে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার-১

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার-১
বুধবার ● ১১ নভেম্বর ২০২০


গৌরনদীতে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার-১

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে সাভার দেওগাঁও জয়তুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা জেলার সাভার উপজেলার দেওগাঁও এলাকার অপহৃতা ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে অভিযুক্ত নুর-মোহাম্মদ খান (২৭)কে আসামি করে মঙ্গলবার সকালে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। তাৎক্ষনিক থানা পুলিশ অভিযান চালিয়ে গৌরনদী পৌরসভার টরকীর চর এলাকা থেকে মামলার আসামি নুর-মোহাম্মদ খানকে গ্রেফতার করেছে। সে (নুর-মোহাম্মদ) ঢাকা জেলার সাভার সদর থানার দেওগাঁও এলাকার মোঃ ইব্রাহিম খানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মোঃ শাহাবুদ্দিন জানান,  প্রাইভেট পড়তে আসা যাওয়ার সময় সাভার সদর থানার দেওগাঁও এলাকার অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায় উত্যক্ত করে আসছিলো বখাটে নুর-মোহাম্মদ খান। ২০দিন পূর্বে ওই ছাত্রী তার দাদা বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়রিয়া গ্রামে বেড়াতে আসে। ওই ছাত্রী তার ২চাচাতো ভাইয়ের সঙ্গে সোমবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ডে কেনাকাটা করতে আসে। এসময় বখাটে নুর-মোহাম্মদ খানের নেতৃত্বে ২/৩সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে অভিযুক্ত নুর-মোহাম্মদ খানকে আসামি করে মঙ্গলবার সকালে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকালে গৌরনদীর টরকীর চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত নুর-মোহাম্মদ খানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। মেডিকেল পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে পাঠানো হয়েছে বলে এসআই মোঃ শাহাবুদ্দিন জানান।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১৫:১৯ ● ৩৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ