পিরোজপুরে হত্যা মামলায় ২জনের যাবৎজ্জীবন সাজা
প্রথম পাতা »
পিরোজপুর »
পিরোজপুরে হত্যা মামলায় ২জনের যাবৎজ্জীবন সাজা
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২০
পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরে মো. নজরুল ইসলাম হাওলাদার (৫০) নামের এক ঘের ব্যবসায়ী হত্যার ঘটনায় মোসা: রহিমা বেগম (৩২) ও মো. মাহাবুবুর রহমান সরদার নামের ২জনকে যাবৎজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
পিরোজপুর জেলা দায়রা জজ মো. মহিদুল জামান-এর আদালত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ রায় প্রদান করেন। এ সময় আদালত তাদের প্রত্যেককে আরো ২০হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত রহিমা বেগম বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর টেংরাখালী গ্রামের ছবেদ আলী মোল্লা মেয়ে এবং অপর দন্ডপ্রাপ্ত মো. মাহাবুবুর রহমান জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের আশ্রাফ আলী সরদার ওরফে আশু সরদারের ছেলে। নিহত নজরুল ইসলাম হাওলাদার জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর পোরগোলা গ্রামের মৃত আ: কাদের হাওলাদারের পুত্র।
জানা গেছে, নিহত নজরুল ইসলাম হাওলাদার বিগত ২০১৬ সালের ২২জানুয়ারী নিঁখোঁজ হন। পরে ৩০ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে স্থাণীয় কদমতলা ইউনিয়নের বাগমারা গ্রামের পান্নু সরদার জমিতে তার পরিত্যাক্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মিসেস পারভীন আক্তার বাদী হয়ে পরের দিন ৩১ জানুয়ারী মোসা: রহিমা বেগম , বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চর টেংরাখালী গ্রামের মৃত আদিল শেখের ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্ত মেম্বার (৫০) ও তার পুত্র বদিউজ্জামান সেন্টু (২৮) ও মো. মাহাবুবুর রহমান সরদার (৩৮) কে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম হাওলাদারের মাছ ও সবজি ঘেরের কর্মচারী আবুয়াল শেখের স্ত্রী রহিমা বেগমের সাথে পরকিয়া সম্পর্ক ছিলো। এর জের ধরে তারা স্বামী-স্ত্রী ডিভোর্স হয়। পরে ওই রহিমা বেগম উপরোক্ত আসামীদের সহযোগীতার নজরুল ইসলাম হাওলাদারকে হত্যা করে। পরে ৩০ জানুয়ারী সন্ধ্যায় কদমতলা ইউনিয়নের বাগমারা চরে স্থাণীয় পান্নু সরদারের জমিতে খরের গোলার দক্ষিন পার্শ্বে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।
ওই মামলার সাক্ষ্য গ্রহন শেষে আদালত মামলায় অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে মোস্ত মেম্বার (৫০) ও তার পুত্র বদিউজ্জামান সেন্টু (২৮) কে বেকসুর খালাস প্রদান করেন।
ওই মামলার সরকার পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, পরকিয়া প্রেমের জের ধরে ওই ঘের ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত প্রানীত হওয়ায় হত্যাকান্ডের সাথে জড়িত রহিমা বেগম ও মো. মাহাবুবুর রহমান সরদারের যাবৎজ্জীবন কারাদন্ড প্রদান সহ প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান প্রদান করা হয়। এসময় দন্ডপ্রাপ্ত রহিমা বেগম উপস্থিত থাকলেও অপর দন্ডপ্রাপ্ত মাহাবুবুর রহমান পলাতক রয়েছে।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩১ ●
২৮৮ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)