কলাপাড়ায় কৃষকদের মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় কৃষকদের মানববন্ধন
সোমবার ● ৯ নভেম্বর ২০২০


কলাপাড়ায় কৃষকদের মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


পটুয়াখালীর কলাপাড়ায় স্লুইসসহ রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ১৫ গ্রামের কৃষক ও এলাকাবাসী। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা গ্রামের ভেঙ্গে পড়া স্লুইসের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কৃষক নাসির উদ্দিন, হাসান পারভেজ,ওহিদ মাঝি, মনির দেওয়ান সহ আরো অনেকে।
কৃষকরা বলেন, সবজি ইউনিয়ন খ্যাত নীলগঞ্জের নচকাটা স্লুইসসহ রাস্তাটি ভেঙ্গে যায়। প্রায় ১০ বছর ধরে ভেঙ্গে মাটির সাথে মিশে থাকা এ স্লুইসের সংস্কারে উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এতে ক্রমশ স্লুইসটি দিয়ে বর্ষা ও অমাবশ্যা-পূর্ণিমার জোতে লবনাক্ত পানি উঠে প্রায় পাঁচ হাজার একর জমিসহ বাড়ি-ঘর, পুকুর প্লাবিত হয়। এ দূর্ভোগ থেকে বাঁচতে আগামী বর্ষা মেীসুমের আগেই এই স্লুইস মেরামত করে চলাচলের রাস্তাসহ পানি নিস্কাশনের দাবি জানায় এলাকাবাসী।
কৃষক নাসির উদ্দিন জানান, আট ভেল্টের স্লুইসটির প্রায় ৮০ ফুট ভেঙ্গে রাস্তা থেকে প্রায় সাত ফুট নিচে দেবে গেছে। এতে স্লুইসের  নিচকাটা ও হোসেনপুর গ্রামের সাথে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসীরা।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪৩ ● ৯৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ