কলাপাড়ায় কৃষি অর্থনীতি বিষয়ে কৃষক সংলাপ

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় কৃষি অর্থনীতি বিষয়ে কৃষক সংলাপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২০


কলাপাড়ায় কৃষি অর্থনীতি বিষয়ে কৃষক সংলাপ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ন্যায্যমূল্যে সার পাওয়া, পরিবহন সুবিধা, পণ্য বাজারজাত ব্যবস্থায় নারীর অংশগ্রহন নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বাড়াতে কৃষককে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। কলাপাড়ায় অনুষ্ঠিত কৃষক সংলাপে এসব মতামত উঠে এসেছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) বাস্তবায়নে ‘জলবায়ু পরিবর্তনের অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা তৈরি’ প্রকল্পের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) অর্থায়নে মাানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরী সহায়তায় কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা এ সংলাপে অংশগ্রহন করেন।
কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মাহবুব রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ইউএলও) মো. হাবিবুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনএসএসের নির্বাহী পরিচালক মো. শাহাবুদ্দিন পান্না।
আলোচনায় অংশ নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক মাহবুব রব্বানী বলেন, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। সেই সাথে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে ফসল উৎপাদনের ওপর। এখন সময় এসেছে বৈশি^ক জলবায়ুর আচরণের ওপর খেয়াল রেখে আমাদের করণীয় নির্ধারণ করার। কৃষিকে বাদ দিয়ে অর্থনীতির চাকা কোনোভাবেই সচল রাখা যাবেনা। আমাদের কৃষির ওপর নির্ভর করে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লতাচাপলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ বেগম, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মর্জিনা বেগম, নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের কৃষাণী লাইলী বেগম,  বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, উপকূলীয় জনকল্যান সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, কৃষক গ্রাম দলের সভাপতি মো. অহিদুর রহমান, টিয়াখালীর কৃষক মো. হায়দার আলী, মিঠাগঞ্জ ইউনিয়নের কৃষক মো. নুর সাইদ, নীলগঞ্জ ইউনিয়নের কৃষাণী জাহানুর বেগম, ডালবুগঞ্জ ইউনিয়নের কৃষক জাকির মোড়ল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে ব্যবস্থাপনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. বদরুজ্জামান।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৩০ ● ৩৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ