বেতাগীতে ইয়াবা সরঞ্জাম ও গাঁজা উদ্ধার, আটক ১

প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে ইয়াবা সরঞ্জাম ও গাঁজা উদ্ধার, আটক ১
সোমবার ● ৯ নভেম্বর ২০২০


বেতাগীতে ইয়াবা সরঞ্জাম ও গাঁজা উদ্ধার, আটক ১


বেতাগী(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

বরগুনার বেতাগী পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান খান ক্যাবল নেটওয়ার্কের দোতলা থেকে রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় মাদকের বিপুল পরিমান মাদক ইয়াবা সেবন সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও বেতাগীর মাদকের মূল হোতা রাজিব খান পালিয়ে গেলেও সেবনকালে সরঞ্জামসহ ১ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, গাঁজা সেবনের গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার এসআই করুন চন্দ্র বিশ্বাস  একদল পুলিশ  নিয়ে পৌর শহরের খান ক্যাবল নেটওয়ার্কের দোতলায় মাদক হোতা রাজীব খানের কক্ষে অভিযান চালায়। ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদকের ভাই মাদকসেবী গোলাম কিবরিয়া মহারাজ (৩০) রাজীব খানের কক্ষ থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়। এ সময় পুলিশ মহারাজকে আটক করে।

এলাকাবাসী সুত্রে জানা যায় মাদক হোতা রাজিব খান জামায়াত ইসলামের সাথী আব্দুস সোবাহান খানের ছেলে সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক থেকে নব্য আওয়ামীলীগার হয়ে মাদকের স¤্রাজ্য গড়ে তোলেন। বিগত সংসদ নির্বাচনের সময় বেতাগী পৌরসভার ১ নং ওয়ার্ড জনসভায় আওয়ামীলীগে যোগ দিয়েই সে বেপরোয়া হয়ে উঠে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী  সাখাওয়াত হোসেন তপু বলেন গাঁজা  ও বিপুল পরিমান মাদক সেবনের সরঞ্জাম  উদ্ধার করা হয়েছে। গোলাম কিবরিয়া মহারাজ (৩০)  সুলতান খানের ছেলে সায়েদখান (২১)দুইজনকে আসামি করে ৯ নভেম্বর মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে মামলা নং ৩। মূল হোতা রাজিব খনের বিষয় জানতে চাইলে তিনি বলেন সে মূল হোতা হয়ে থাকলে সে বিষয়ও আমরা নজরদারিতে রাখছি।

 

এমকে/এমআর

 

 

বাংলাদেশ সময়: ১৮:০২:১৭ ● ৩০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ