গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
বাবার মানুষিক নির্যাতন ও সৎ মায়ের উসকানিতে অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ কলেজ ছাত্রী পাখি আক্তার (১৬) হারপিক পানে আত্মহত্যার অপচেষ্টা চালায়। পাখির মৃত মায়ের পেনশনের টাকা পুরোপুরি আতœসাতের উদ্দেশ্যেই বাবার নির্যাতন মাত্রা বেড়ে যায়। ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে। পাখি আক্তার পাটগাতী গ্রামের সৈয়দ রেজভী হাসানের মেয়ে। পাখি গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী।
হারপিক পানে অসুস্থ পাখিকে প্রথমে খুলনা ও পরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। পাখি বর্তমানে ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় পাখির নানা আবুল বসার সরদার টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, সৈয়দ রেজভী হাসান তার মেয়ে পাখিকে ছোটবেলা থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না আত্মহত্যার উদ্দেশ্যে টয়লেটে ব্যবহারের হারপিক পান করে। শুধুু পাখিই নয় তার মা আনজুমান আরার উপর ও শারীরিক নির্যাতন করতো সৈয়দ রেজভী।
হাসপাতালে চিকিৎসারত পাখি আক্তার জানান, আমরা ১ ভাই ও ১ বোন। আমার মা আনজুমান আরা টুঙ্গিপাড়ার ঘোপের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ছোটবেলা থেকেই দেখেছি মায়ের উপর বাবা বিভিন্ন সময়ে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এসব কারণে মা হৃদরোগে আক্রান্ত হন। এরপর ২০১৬ সালের ২৫ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মা মারা যায়। আমাদের অভিভাবক দাবি করে মায়ের পেনশনের একাকলীন ২৮ লাখ টাকা বাবা তুলে নেন।
পাখি আরো জানায়, মায়ের মৃত্যুর ৪০ দিনও ধৈর্য ধরেননি বাবা। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারী আবার বিয়ে করেন। সৎ মা আসার পর থেকে আমার মায়ের পেনশনের টাকা অতœসাতের কৌশল হিসেবে শুরু হয় নতুন করে অত্যাচার নির্যাতন। তারা বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতে শুরু করে। বিয়ে জন্য চাপ দিতে থাকে। তখন নানা বাড়িতে চলে গেলে একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে এমন ক্ৎুসা রটায় বাবা ও সৎ মা। তাদের অত্যাচার সহ্য করতে না পেরেই আমি আত্মহননের চেষ্টা করেছি।
এবিষয়ে পাখির বাবা সৈয়দ রেজভী হাসান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মেয়ে মানসিক ভারসাম্যহীন। মেয়ের উপর আমি কোন অত্যাচার করিনি। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে আমার শ্বশুরবাড়ির লোকজন পাখিকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে। মূলত শশুর বাড়ি লোকজনের অত্যাচারে আমার মেয়ে মানসিক ভারসাম্য হীন হয়ে পড়েছে। এছাড়া পাখির আত্মহত্যার চেষ্টা এবারই প্রথম নয়, তার মায়ের মৃত্যুর পর একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে।
কলেজ ছাত্রীর নানা আবুল বসার সরদার অভিযোগ করেন, আমার মেয়ে মারা যাওয়ার পর জামাই কোর্টে তার দুই সন্তানের অভিভাবকত্বের মামলা করলে কোর্ট তাকে অভিভাবকত্ব প্রদান করেন। অভিভাবকত্ব পেয়ে আমার মেয়ের পেনশনের প্রায় ২৮ লক্ষ টাকা জামাই নিজের হেফাজতে রাখে। এ টাকা আতœসাৎ করতেই সে মেয়ের ওপর নির্মম অত্যাচার নির্যাতন করে আসছে।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, পাখিকে অত্যাচারের বিষয়ে তার নানা আবুল বসার সরদার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি পারিবারিক। তাই তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছি।
এইচবি/এমআর