পিরোজপুরে সালিশ-বৈঠকে ইউপি সদস্যকে মারধর

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে সালিশ-বৈঠকে ইউপি সদস্যকে মারধর
শনিবার ● ৭ নভেম্বর ২০২০


পিরোজপুরে সালিশ-বৈঠকে ইউপি সদস্যকে মারধর

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে সালিশ-বৈঠক অমান্য করে মো. বেল্লাল হোসেন কাজী (৪২) নামের এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে। আর হামলাকারী মো. তোফায়েল হোসেন দিদার খান ওই গ্রামের জেলানী খানের ছেলে।   আহত ইউপি সদস্য বেলাল ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা  গেছে।
আহত ওই ইউপি সদস্য ও সালিশÑবৈঠকে থাকা উপস্থিতব্যক্তিদের দেয়া তথ্যে জানা গেছে, তোফায়েল হোসেন দিদার ২৭ অক্টোবর স্থানীয় আ. জব্বার খানের স্ত্রী সুবেদা বেগম (৩৬ )কে মারধর করে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ভাবে সালিশ-বৈঠক বসে। ওই সালিশ-বৈঠকে অভিযুক্ত তোফায়েল আহম্মেদ দিদার সালিশে উপস্থিতিদের অমান্য করে। এ নিয়ে ইউপি সদস্য তাকে শান্ত হতে বললে তাকে (ইউপি সদস্য) প্রথমে ঘুষি ও পড়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ ব্যাপারে জানতে  অভিযুক্ত তোফায়েল আহম্মেদ দিদারের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোস্তফা কায়সার জানান, ওই ইউপি সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তবে তার  শরীরের কোথাও হাড় ভাঙ্গা জখম পাওয়া যায় নি।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:১৫ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ