কলাপাড়ায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৯


কলাপাড়ায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া সাগরকন্যা অফিস॥

কলাপাড়ার পূর্ব টিয়াখালী গ্রামে বিদ্যুতের টাওয়ার থেকে সেফটি বেল্টের লক ছিড়ে দুই শ’ ফুট নিচে পড়ে মোয়াজ্জেম হোসেন (২৪) এক শ্রমিক মারা গেছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ব্রাক্ষ্মনগাঁও গ্রামে। তার বাবার নাম মোস্তফা আহমেদ। জিএম কোম্পানীর শ্রমিক হিসেবে কাজ করত।
প্রত্যক্ষদর্শী শ্রমিক বখতিয়ার ইসলাম জানান, মোয়াজ্জেম দুই লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুত টাওয়ারের ২০০ ফুট ওপরে উঠে কাজ করছিল। হঠাৎ সেফটি বেল্টের লক ছিড়ে প্রায় দুই শ’ ফুট উপর থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোয়াজ্জেম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা গেছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আলী আহম্মেদ জানান, নিহতের লাশের ময়না তদন্তের উদ্যোগ নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫১:১৭ ● ৫৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ