ফ্রান্সে নবীর ব্যঙ্গ কার্টুন-কলাপাড়ায় হাজার হাজার মুসলমানের বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » পটুয়াখালী » ফ্রান্সে নবীর ব্যঙ্গ কার্টুন-কলাপাড়ায় হাজার হাজার মুসলমানের বিক্ষোভ সমাবেশ
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২০


কলাপাড়ায় হাজার হাজার মুসলমানের বিক্ষোভ সমাবেশ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সের ব্যাঙ্গাত্মক চিত্র প্রদর্শনের প্রতিবাদে শুক্রবার (৬ নবেম্বর ) জুমার নামাজের পরে হাজার হাজার মুসলমান কলাপাড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কওমী ওলামা ঐক্য পরিষদ ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া কওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতী মো. সাঈদুর রহমান, সহ-সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিন ফয়েজী, সাধারন সম্পাদক মুফতী মো. ফেরদাউসুল হক গাজী, যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতী মো. রাশেদ আরাফাত, প্রচার সম্পাদক মাওলানা মো. খলিলুর রহামান, কুয়েতী কাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতী মো: ইয়ামিন, প্রভাষক  মাওলানা মো. মাছুম বিল্লাহ রুমী, চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: আসাদুজ্জামান ইউসুফ, ইসলামি আন্দোলন বাংলাদেশ কলাপাড়ার সভাপতি মুফতি মাও. মো. হাবিবুর রহমান, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, কলাপাড়া পৌর কাউন্সিলর হাফেজ মো: আল-আমিন সরদার, হাফেজ মো. জাকারিয়া, মাওলানা আব্দুস সালাম প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিভিন্ন ধরনের ব্যানর, ফেস্টুন, প্লাকার্ড প্রদর্শন করা হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:০৩ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ