ভান্ডারিয়ায় পৌরকর কমানোর দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » ভান্ডারিয়ায় পৌরকর কমানোর দাবিতে মানববন্ধন
সোমবার ● ২ নভেম্বর ২০২০


ভান্ডারিয়ায় মানববন্ধন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার কর ২৫ শতাংশ করার দাবী এবং সুবিধা বঞ্চিত পৌর নাগরিকদের মহামারি করোনা সংকটকালে ধার্যকৃত অসহনীয় কর বাতিল, ভুবনেস্বর নদীর স্লুইচ গেট অপসারনসহ নদী খাল পরিবেশ বাচাঁনোর দাবীতে সোমবার (২নভেম্বর) সকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে করেছে ভান্ডারিয়া ওয়ার্কার্স পার্টি ,নাগরিক অধিকার ও পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদ।
স্থানীয় শহিদ মিনার সড়কে বেলা ১০ টা থেকে ১১ পর্যন্ত ১ঘন্টার মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন  নাগরিক অধিকার ও পৌর সংগ্রাম পরিষদ এর আহবায়ক ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি খান মো. রুস্তুম আলী, সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল কালাম হাওলাদর, ব্যবসায়ী সামজিদ মিয়া, যুবলীগ নেতা ওয়ালিদ খান, ফাকরুল আকন। বক্তারা অনতিবিলম্বে নাগরিক সুবিধা বঞ্চিত পৌরবাসীর অসহনীয় কর মওকুফের দাবী জানান। তারা বলেন নাগরিক সুবিধা বঞ্চিত নাগরিকদের জন্য পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার,পরিচ্ছন্ন কর্মী নিয়োগ,সড়কবাতি ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবী জানান

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:১৬ ● ৩১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ