সাগরকন্যা ডেস্ক রিপোর্ট॥
”মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সবত্র” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং-ডে ২০২০ পালিত হয়েছে। সাগরকন্যা’র প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
”মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সবত্র” এই স্লোগানকে সামনে রেখে নেছারাবাদে কমিউনিটি পুলিশিং-ডে ২০২০ উদযাপিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে নেছারাবাদ থানা পুলিশ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন। নেছারাবাদ থানার এস আই মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মোঃ মোশারেফ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, ইউপি সদস্য সোহেল পারভেজ প্রমুখ। এসময় এলাকার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পূর্বে থানা প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
নবাবগঞ্জ (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওসি(তদন্ত) মোঃ সামসুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার ।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশ গ্রহন করেন।
বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় পায়রা উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে বাবুগঞ্জ থানার উদ্যোগে অধ্যক্ষ আ. ক. ম. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক বাদল বিশ^াসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ক্যাপ্টেন ডক্টর মোঃ সিরাজুল ইসলাম, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ওসি তদন্ত মানবেন্দ্র বালো, কমিউনিটিং পুলিশিং উপজেলা সভাপতি মৃধা মোঃ আক্তারুজ্জামান মিলন, উপজেলা কমিউনিটিং পুলিশিং উপদেষ্টা ওমর ফারুক বাবুল আকন, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিসতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, , ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল, রহিমা বেগম, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এর শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।
নবাবগঞ্জ (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিবস উপলক্ষে নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওসি(তদন্ত) মোঃ সামসুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার ।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশ গ্রহন করেন।
পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥
‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুশি সর্বত্র’ এই স্লোগানে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার (৩১ অক্টোবর) পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, অতিরিক্ত পিরোজপুর মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, প্রেসক্লাবের সহ-সভাপতি শিরিনা আফরোজ এবং সাংবাদিক জিয়াউল আহসান।
আলোচনা সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং এর সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেয়।
আলোচনা সভা শেষে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন এবং শ্রেষ্ঠ কমিউনিটি হিসেবে পিরোজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সাদুল্লাহ লিটনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার।
এমআর