পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
শনিবার ● ৩১ অক্টোবর ২০২০


পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র-এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদ্বোধন করেন জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন  সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা।
পরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ,বরিশাল বোর্ড’র সাবেক সচিব প্রফেসর আবদুস সালাম, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হালদার, কুয়াকাটা পৌরসভার মেয়র বারেক মোল্লা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক এ্যাড. হমায়ুন কবির।
আলোচনা সভা শেষে কাজের স্বীকৃতি স্বরুপ মির্জাগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক বাহাউদ্দীন ব্যাপারী ও কলাপাড়া থানার সাব ইন্সপেক্টর (নির¯্র) শওকত জাহান খানকে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তাগণ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজনরা উপস্থিত ছিলেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৫৬ ● ৩২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ