বাউফলে সরকারি কর্মকর্তাকে মারলেন ইউপি চেয়ারম্যান

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে সরকারি কর্মকর্তাকে মারলেন ইউপি চেয়ারম্যান
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০


---

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলের কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা প্রকাশ্যে মারধর করেছেন কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কৃষি কর্মকর্তাকে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন আনছার উদ্দিন।
প্রত্যক্ষদর্শীসহ ওই কর্মকর্তার (আনসার উদ্দিন) সাথে কথা বলে জানা গেছে, আনছার উদ্দিন সন্ধ্যার তার গ্রামের বাড়ি কনকদিয়া বাজারে যান। এসময় ইউপি চেয়ারম্যান শাহিনের সাথে দেখা হলে তাদের মধ্যে ছালাম বিনিময় হয়। পরে তিনি আনছার উদ্দিনকে ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে মারধর করেন চেয়ারম্যান শাহিন।
সূত্র জানায়, সম্প্রতি সারের ডিলার নিয়োগ নিয়ে ইউপি চেয়ারম্যান শাহিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরোধ সৃষ্টি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাউফল থানায় লিখিত অভিযোগ করার জন্য ওই কর্মকর্তাকে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও কনকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহিন হাওলাদার বলেন, কথা কাটাকাটি হয়েছে। তবে লাঞ্চিত করার কোন ঘটনা ঘটেনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৯:২৬ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ