গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০


গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন করলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। শিক্ষাই জাতির মেরুদন্ড। সুবিধা বঞ্চিত ও শিক্ষার আলো ছড়াতে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের উত্তর ছোনখোলা গ্রামে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ‘৭৬নং উত্তর ছোনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ শুভ উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু জাফর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, কেন্দ্রীয় নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, কেন্দ্রীয় নেতা মো. মামুন আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা যুব লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, স্কুলটির শুভ উদ্বোধন করলাম। যাতে এখানের প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করতে পারে। আপনারা শিশুদের বিদ্যালয়ে পাঠাবেন। শিশু শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:৪১ ● ২৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ