গলাচিপায় কাসেম হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় কাসেম হত্যার প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২০


গলাচিপায় কাসেম হত্যার প্রতিবাদে মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় আন্তঃজেলা সীমানা নির্ধারণ ও আবুল কাসেম মৃধা (৪৫) হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলার চরবিশ^াস ইউনিয়নে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ভূমি দস্যুদের সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত আবুল কাসেম মৃধা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচার এবং পটুয়াখালী-ভোলা আন্তঃজেলা সীমানা নির্ধারণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবীতে গলাচিপা উপজেলা প্রশাসন চত্বরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে আবুল কাশেম মৃধা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দলবল নিয়ে প্রকাশ্য দিবালকে পূর্ব চরবিশ^াস মৌজায় (বি.এস) আবুল কাসেম মৃধাকে ধান ক্ষেত সংলগ্ন রাস্তায় কুপিয়ে হত্যা করে এবং অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। দীর্ঘ ৮ দিন অতিবাহিত হয়ে গেলেও তাদের বিচার হয়নি। সন্ত্রাসীরা প্রকাশ্য ঘোরাঘুরি করছে এবং নিহত পরিবারসহ অন্যান্য কৃষক শ্রমিকদের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে, তাই প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে ফাঁসির দাবি জানায় নিহতের পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণ।
মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, আওয়ামীলগ নেতা মাইনুল ইসলাম রনো, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মো. মামুন আজাদ, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, চরবিশ^াস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বাবুল মুন্সি, চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা, চরবিশ^াস ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিক, চরবিশ^াস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাকের বিশ^াস, সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ও চরবিশ^াস ইউনিয়নের জন সাধারণের আস্থার প্রতীক মিজানুর রহমান মিজান মোল্লা, গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশা ও সাধারণ মানুষ। পরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভূমি মন্ত্রনালয়ে স্মারক লিপি পেশ করেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৪:২৩ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ