আমতলীতে মন্দিরের ভিত্তি স্থাপন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মন্দিরের ভিত্তি স্থাপন
সোমবার ● ২৬ অক্টোবর ২০২০


আমতলীতে মন্দিরের ভিত্তি স্থাপন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥


বরগুনার আমতলী পৌরসভার হাসপাতাল সড়কে সার্বজনিন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
জানাগেছে, আমতলী পৌরসভার হাসপাতাল সড়কে সার্বজনিন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দির ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করা হয়। ওই সময় থেকে অস্থায়ী ভাবে মন্দির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত বছর ওই মন্দিরের জন্য পানি উন্নয়ন বোর্ড জমি বরাদ্দ দেয়। সোমবার ওই জমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। পরে মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মতিয়ার রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার মজুমদার, পুজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক সঞ্জয় লাল কুন্ডু, প্রভাষক শ্যামল কৃষ্ণ কর্মকার, আওয়ামীলীগ নেতা কামাল গাজী, জগদীশ কবিরাজ, অমুল্য চন্দ্র মন্ডল, জগদীশ চন্দ্র বসু, বিনয় কুমার দাশ ও নির্মল ব্যাপারী প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, সার্বজনিন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও দুর্গা মন্দিরের নিজস্ব জমি ছিল না। অস্থায়ী মন্দিরে কার্যক্রম পরিচালনা করে আসছিল মন্দির কমিটি কর্তৃপক্ষ। স্থায়ী মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দ দিয়েছে সরকার। ওই জমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৭:৩২ ● ৩১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ