কলাপাড়ায় ছয় ঘন্টায় রেকর্ড ২০২ মি.মি. বৃষ্টিপাত

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ছয় ঘন্টায় রেকর্ড ২০২ মি.মি. বৃষ্টিপাত
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২০


কলাপাড়ায় ছয় ঘন্টায় রেকর্ড ২০২ মি.মি. বৃষ্টিপাত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


কলাপাড়ায় পায়রাবন্দরসহ তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় রেকর্ড পরিমান বৃষ্টিপাতে সব ডুবে গেছে। খেপুপাড়া রাডার স্টেশন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ছয় টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘন্টায় ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল ছয় টা থেকে বৃহস্পতিবার সকাল ছয় টা পর্যন্ত ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিতে জনজীবন আটকে গেছে। শহর কিংবা গ্রাম সব একই চিত্র। পানিতে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে হাজার হাজার পরিবারের। বৃষ্টির সঙ্গে বিদ্যুত না থাকার দূর্ভোগ এক হয়ে চরম ভোগান্তি মানুষের। আমন ক্ষেত পানির নিচে ডুবে আছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মানুষ কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন। বুধবার থেকে এ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৫ ● ৩১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ