ফুলবাড়ীতে পিপিআর টিকা ক্যাম্পেইন শুরু

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে পিপিআর টিকা ক্যাম্পেইন শুরু
বুধবার ● ২১ অক্টোবর ২০২০


ফুলবাড়ীতে পিপিআর টিকা ক্যাম্পেইন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রন প্রকল্পের আওতায় দেশব্যাপি ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পাইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকার ১১টায় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা পরিষদরে মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোতাহার আলী উপস্থিত ছিলেন। উপজেলায় ৬৩টি হাজার ৬শত ৪৪টি ছাগল, ৪ হাজার ৪২টি ভেড়াকে ১৪৪টি ক্যাম্পের মাধ্যমে ২১ অক্টোবর থেকে পহেলা নভেম্বর পর্যন্ত ১০দিনে বিনামূলে পিপিআর টিকা দেওয়া হবে।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৯ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ