দুমকিতে দু’জেলের ১বছর করে সাজা

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে দু’জেলের ১বছর করে সাজা
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২০


দুমকিতে দু’জেলের ১বছর করে সাজা

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা-ইলিশ শিকারের অপরাধে মোঃ আরিফুর রহমান(২৫) ও মোঃ নুরুজ্জামান (৩৭) নামের দু’জেলেকে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৯ অক্টোবর রাত সাড়ে ৯টায় নির্বাহি মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার আল-ইমরান তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচার বসিয়ে আটক জেলেদ্বয়ের প্রত্যেককে ১বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। এর আগে মৎস্য বিভাগের চলমান অভিযানে সোমবার সন্ধ্যায় উপজেলার পাতাবুনিয়া সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ওই দু’জেলেকে আটক করা হয়।
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোঃ আল ইমরান জানান, এ অভিযান ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এসময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদেরকে ছাড় দেয়া হবে না। দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, দন্ডপ্রাপ্ত জেলেদ্বয়কে মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হবে। দন্ডপ্রাপ্ত জেলেদ্বয়ের গ্রামের বাড়ি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে।

এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪৪ ● ২৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ