মহিপুরে অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ-পুলিশ সুপার

প্রথম পাতা » পটুয়াখালী » মহিপুরে অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ-পুলিশ সুপার
সোমবার ● ১৯ অক্টোবর ২০২০


মহিপুরে অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ-পুলিশ সুপার

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য যা যা প্রয়োজন পটুয়াখালী জেলা পুলিশ তা সব কিছু করতে বদ্ধ পরিকর। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রনেও পুণিশ থাকবে কঠোর অবস্থানে। পটুয়াখালীর মহিপুর থানার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর প্রস্তুতিমুলক সভায় এসব কথা বলেছেন পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসান। তিনি জেলা নির্বাচন কর্মকর্তার বক্তব্যের জবাবে বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় শত্রু বাহিনীর উপর বাংলাদেশ পুলিশ বাহিনি প্রথম গুলি ছুড়েছিল। বাংলাদেশ পুলিশ বাহিনী দুর্বল নয়। শুধু ভোটের দিন নয়, ভোটের দশ দিন আগেও ব্যালট পেপার পাঠালে তা হেফাজত করার সক্ষমতা পুলিশ বাহিনী রাখে।
পুলিশ ও আনসার বাহিনীকে নির্বাচনী বিভিন্ন দিক নির্দেশনা প্রদানকালে তিনি আরো বলেন, দ্বায়িত্বে অবহেলা করবেন না। সততার সাথে দ্বায়িত্ব পালন করবেন।
সোমবার (১৯ অক্টোবর)সকালে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিমুলক এ সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসারসহ পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। মেয়াদ উত্তীর্ন হওয়ায় পটুয়াখালীতে এই একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। ৭৫৯৩জন পুরুষ এবং ৭১৭৩জন মহিলা ভোটারসহ মোট  ১৪,৭৬৬জন ভোটার তাদের ভোটধিকার প্রদান করবে। শংকামুক্ত পরিবেশে ভোটদানসহ অবাধ, সুষ্ঠ, গ্রহনযোগ্য ভোট গ্রহনের জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভ্রাম্যমান আদালতসহ মাঠে সক্রিয় রয়েছে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী।
অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ন দখিনের বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও স্বতন্ত্রসহ ২ জন প্রার্থী, ৯টি সাধারন আসনে ১ নারীসহ ৩৫জন এবং সংরক্ষিত ৩টি নারী আসনে বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৯ ● ৪৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ